কম্পিউটার ওইন্টারনেট বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
১.কম্পিটারের জনক কে?
-চার্লস ব্যবেজ।
২.আধুনিক কম্পিউটারের জনক বলা হয় কাকে?
-জন ভন নিউম্যান।
৩. কম্পিউটারের আবিষ্কারক বলা হয় কাকে?
-হাওয়ার্ড এ্যাইকেন।
৪.ইন্টারনেট কি?
-এক কম্পিউটার হতে অন্য কম্পিউটারে তথ্য আদান প্রদান কে ইন্টারনেট বলে।
৫.ওয়েব পেজ এর ঠিকানাকে কি বলে?
-URL
6. প্রথম ইন্টারনেটে কয়টি কম্পিউটার যুক্ত করা হয়েছিল?
-চারটি।
৭.ইন্টারনেট কত সালে আবিষ্কৃত হয়েছিল?
-১৯৬৯ সালে।
৮.ইন্টারনেট শব্দটি কোন শব্দ হতে উতপন্ন হয়েছে?
-Inter connected network.
9.ইন্টারনেট কে আবিষ্কার করেন?
-ভিনটন জি কার্ফ
১০.বাংলাদেশে তৈরি প্রথম সার্চ ইন্জিনের নাম কি?
-পিপিলিকা
১১.ইন্টারনেট কত প্র্রকার?
-দুই (on line, of line)
12.ইন্টারনেটের মাধ্যমে রোগিদের চিকিৎসা সেবা দেওয়ার পদ্ধতিকে কি বলা হয়?
-টেলি মেডিসিন
১৩.বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইন্জিনের নাম কি?
-Google chrome.
14.বাংলাদেশে প্রথম সাইবার সিটি কোনটি?
-সিলেট
১৫.Wifi কোন বিজ্ঞানি আবিস্কার করেন?
- জগদীশ চন্দ্র বসু,
১৬.ইন্টারনেট ব্যবহারে বিশ্বের শীর্ষদেশ কোনটি?
-চীন
১৭.VOIp কি?
-Voice over internet protocolযার সাহায্য আমরা বিশ্বের এক স্থান হতে অন্য স্থানে কথা বলা যায়।
১৮.E-mail কি?
-ইলেক্ট্রনিক মেইল
১৯.একটি ই-মেইলে কয়টি অংশ থাকে?
-দুইটি (user nameand, domen name)
20.e-mail গ্রহন করার জন্য অধিক ব্যবহৃত প্রোটোকল কোনটি?
-pop(post office protocol)
21.E-mail কোন বিজ্ঞানি আবিষ্কার করেন?
-রে-টমলিনসন
২২.WhatsApp কত সালে প্রতিষ্ঠিত হয়?
-২০০৯ সালে।
২৩. কম্পিউটারের প্রধান প্রিন্টেড সার্কিট বোর্ডকে কি বলে?
-মাদারবোর্ড।
২৪.বিশ্বের প্রথম ইলেকট্রনিক কম্পিউটারের নাম কি?
-ENIAC(electronic numerical integrator and calculator)
25.Youtube এর প্রতিষ্ঠাতা কে?
-চ্যাড হরলি,স্টিভ চ্যান,জাভেদ করিম।
২৬.মডেমের মধ্যে কি থাকে?
-মডুলেটর ও ডিমডুলেটর।
২৭.বারকোড রিডার সবচেয়ে বেশি ব্যবহার হয় –
-সুপার মার্কেটগুলোতে।
২৮.সময় গণনার সবচেয়ে ক্ষুদ্রতম একক কোনটি?
-ন্যানো সেকেণ্ড।
২৯.কম্পিউটারের স্মৃতি প্রধানত কয় প্রকার?
-দুই প্রকার
৩০.কম্পিউটারে অস্থায়ি মেমরি কোনটি?
-RAM
৩১. Pendrive কে কি বলা হয় ?
-ফ্লাস মেমরি
৩২.key bord এর ফাংশন key কতটি?
-১২ টি
৩৩.হার্ড-ডিস্ক কোন ধরনের ডিভাইস?
-Storage device
34.program এর সমষ্টিকে কি বলা হয়?
-Software.
35program এর জনক কে?
-এ্যাডা লাভলেস
৩৬.পেন ড্রাইভ এর জনক কে?
-বিল মেগারিজ
৩৭.মাইক্রোসফ্টের জনক কে?
বিল গ্রেটস
৩৮.apple এর প্রতিষ্ঠাতা কে?
-স্টিব জবস
৩৯.Facebook এর জনক কে?
-মার্ক জুকারবার্গ
৪০.রোবট এর আবিষ্কারক কে?
-আইজাক আসিমভ
৪১.তথ্যের ক্ষুদ্রতম একক কি?
-ডেটা
৪২.বাংলাদেশে ইন্টারনেট চালু হয় কত সালে?
১৯৯৬ সালে
৪৩.বর্তমানে বিশ্বের জ্ঞানের প্রধান ভান্ডার কি?
-ওয়েব সাইট
৪৪. Wifi এর সর্বোচ্চ গতি কত?
৫৪ mbps.
45.HTMLআবিষ্কার করেন কে?
-টিম বার্নাস লী
৪৬.ওয়েব ডিজাইনের মূল কাজ কি?
-টেম প্লেট তৈরি
৪৭.বাংলাদেশে সাবমেরিন ক্যাবল যুক্ত হয় কবে?
-২১ মে ২০০৬
৪৮.ল্যাপটপ বাজারে আসে কবে?
-১৯৮১ সালে
৪৯.টুইটার এর জনক কে?
-জ্যাক ডরসি
৫০.প্রথম প্রোগ্রামিং ভাষা কি?
-ADA
51.কম্পিউটারের ভাইরাসের জনক কে?
-ফ্রেড কুহেন
৫২.ভারতের হিউম্যান কম্পিউটার নামে পরিচিত কে?
-শকুন্তলা দেবি
৫৩.টিভি কোন ধরনের যোগাযোগ ব্যাবস্থা?
-একমুখি
৫৪.প্রথম স্মার্ট ফোন কবে চালু হয়?
-১৯৯২ সালে
৫৫.১ বিট =কত বাইট?
-৮ বাইট
৫৬.১gb=কত
1024 mb?
৫৭.ব্যক্তি সনাক্ত করনে কি ব্যবহার করা হয় ?
-বায়োমেট্রিক
৫৮.ইউনিকোডের চিহ্ন কয়টি?
-৬৫৫৩৬ টি
৫৯.প্রথম ডিজিটাল কম্পিউটারের নাম কি?
-মার্ক-১
৬০.প্রথম মিনি কম্পিউটারের নাম কি?
-PDP -1
৬১.E-book এর জনক কে?
-মাইকেল স্টার্ন হার্ট
৬২.বিশ্বের প্রথম ল্যাপটপের নাম কি?
-গ্রিড কম্পাস
৬৩.সার্চ ইঞ্জিনের জনক কে?
-এলান এমটাজ
৬৪.বিশ্বের সবচেয়ে সুপার কম্পিউটারের নাম কি?
-টাইটান
৬৫.বিশ্বের প্রথম স্মার্ট ফোনের নাম কি?
-IBM simon
৬৬.Amazon এর প্রতিষ্ঠাতা কে?
-J-bezos
৬৭.google এর প্রতিষ্ঠাতা কে?
-sergey brin and larry page
68.Android এর প্রতিষ্ঠাতা কে?
-Rich minar
৬৯.E-mail কত সালে আবিষ্কার করা হয়?
-১৯৭১ সালে
৭০.Google এর পূর্ণরূপ কি?
-Global Organization of Oriented Group Language of Earth.
৭১.ডেটা বেজ এর মূল ভিত্তি কি?
-ফিল্ড
৭২.বাংলাদেশে প্রথম ই-মেইল সার্ভিস চালু হয় কবে?
-১৯৯৩ সালে
৭৩.বঙ্গবন্ধ স্যাটেলাইট -১ উৎক্ষেপন করা হয় কবে?
-১১ মে ২০১৮ সালে
৭৪.ওয়েব সার্ভার ও ক্লায়েন্ট এর মধ্যে ডেটা আদান প্রদান করে কোনটি?
-HTTP
৭৫.টাচ স্ক্রিন এর জনক কে?
-ড: স্যামুয়েল হার্স্ট
৭৬.প্যথম বল পয়েন্ট কলম কে আবিষ্কার করেন?
-লাসজলো বাইরো
৭৬.স্কেনার এর আবিষ্কারক বলা হয় কাকে?
-রেইমন্ড কার্জওয়াইল
৭৭. বাংলাদেশে প্রথম হাইটেক পার্ক কোথায় নির্মিত হয়?
-কালিয়াকৈর, গাজীপুর
৭৮.বাংলাদেশে প্রথম ডিজিটাল শহর কোনটি?
-যশোর।
৭৯.স্বাধীনতা সড়ক কোথায় অবস্থিত?
-মুজিবনগর
৮০.মেমরি তৈরি করা হয় কি দিয়ে?
-সিলিকন
৮১.WWW এর জনক কে?
-টিম বার্নাস-লি
ইনস্টাগ্রাম কত সালে চালু হয়?
-২০১০ সালে
৮২.বিশ্বের প্রথম কম্পিউটার নেটওয়ার্কের নাম কি?
-আর্পানেট
৮৩.কম্পিউটারের ব্রেন বলা হয় কাকে?
-মাইক্রো প্রোসেসর
৮৪.কম্পিউটারে কত ধরনের ড্রাইভ থাকে?
-তিন ধরনের
৮৫.Sortware শিল্পে বিশ্বের দ্বিতীয় দেশ কোনটি?
-ভারত
৮৬.মাইক্রো প্রসেসরের কাজ কি?
তথ্য প্রক্রিয়াকরন করা
৮৭.বিশ্বে স্যাটেলাইট যোগে বাংলাদেশ কত তম?
-৫৭ তম
৮৮.তথ্য প্রযুক্তির শাখা নয় কোনটি?
-ডাক বিভাগ
৮৯.বাংলাদেশে প্রধান সফ্টওয়ার নির্মাতা প্রতিষ্ঠানের নাম কি?
-BASICS
৯০.বাংলাদেশি এন্টিভাইরাসের নাম কি ?
-কোবরা
৯১.ABC কি?
-প্রথম ইলেক্ট্রোনিক কম্পিউটার
৯২.কম্পিউটারের প্রথান প্রিন্টেড সার্কিট বোর্ডকে কি বলা হয়?
-মাদার বোর্ড
৯৩.WAVE অর্থ কি?
-জাল
৯৪.Internet এর জনক কে?
-ভিনটন জি কার্ভ
৯৫.উইকিপিডিয়া কি?
-অন লাইন ভিত্তিক ফ্রি বিশ্বকোষ
৯৬.কৃত্তিম বুদ্ধিমত্তা প্রয়োগের জন্য কি ব্যবহার করা হয়?
-প্রোগ্রামিং ল্যাংগুয়িজ
৯৭.বিশ্বের প্রথম কম্পিউটার কোনটি?
-UNIC
৯৮.wave page তৈরি করা হয় কি দিয়ে ?
-HTML
৯৯.বাংলাদেশ সাবমেরিন কেবল যুক্ত হয় কত সালে?
-২১ মে ২০০৬ সালে
১০০. ডিজিটাল বাংলাদেশের রুপকার কে?
-মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
æ
0 Comments