তাকে দেখিয়ে দাও তোমার মুল্য কত বাই আইকন মামুন
নিজেকে এমন
ভাবে তৈরি
করুন ,যার
জন্য আপনি
কষ্ট পেয়েছেন
,সেই
যেন আপনাকে
একটিবার দেখার
জন্য
ৱ্ পাগল
হয়ে যায়। যাদের
মন সবচেয়ে
সুন্দর হয়
জীবন তাদের
সবচেয়ে বেশি
পরিক্ষা নেয়।কিছু
সময় আছে
যখন মানুষ
এতটাই ভেঙে
পড়ে যে
কারো সাথে
কথা বলাতো
দূরের কথা
বেচে থাকতে
ইচ্ছা করে
না। পৃথিবী আজ
অনেক বদলে
গেছে । লোকজন আজ
ভাল মানুষকে
বোকা মনে
করে,আর
খারাপ মানুষকে
মনে করে
চালাক।সারা রাত
অপেক্ষা করেছি
তার ম্যাসেজের, কিন্তু
সকালে বুঝতে
পেরেছি ম্যাসেজ না
আসাটাও একটা
ম্যাসেজ আর
কখনও ম্যাসেজ আসবে
না।
যারা সামনে
ভাল
কিছু বলে
আর পিছনে
অন্য কথা
বলে তাদের
থেকে দুরে
থাকুন কারন
তারা ভাইরাসের
চেয়েও ভয়ংকর
হয় ।যারা অন্যের চোখে
পানি ঝরায়
তারা এটা
কেন ভুলে
যায় যে
তাদেরও দুটি চোখ
আছে। সম্পর্ক ও
রাস্তা তখনই
শেষ হয়ে
যায় যখন
আমাদের পা
নয় বরং মন ক্লান্ত
হয়ে যায়। আমরা
বাচ্চাদের কাছে
তিনটি জিনিষ
শিখতে পারি
,প্রথমত কোন
কারন ছাড়ায়
খুশি
হওয়া ,সবসময়
কিছুনাকিছু করতে
থাকা এবং
নতুন কিছু
শেখার ইচ্ছা রাখা। দুটি
মানুষ আপনাকে
বুঝতে পারবে
,একজন হলো
যে আপনার পরিস্থিতির মধ্য দিয়ে
গেছে আর
যে আপনাকে
ভালবাসে।
মানুষেরা
আমাদের কাজ
দেখে কিন্তু
স্রষ্ঠা আমাদের
নিয়ত দেখে। আমরা
পাপ এমনভাবে
করি যেন
রব আমাদের
দেখতে পাচ্ছে
না, আর
রব আমাদের
এমন ভাবে
ক্ষমা করেন
যেন তিনি
কিছই দেখেন
নি। যখন কেউ
হাত এবং
সাথ এক
সাথে ছেড়ে
দেয় তখন স্রষ্ঠা
তার হাত
ধরার জন্য
ঠিক কাউকে
পাঠিয়ে দেয়। আর
এরই নাম
জীবন।।
যদি আপনার
সুখ কোন
রাক্খুসের খাচায়
বন্দী থাকে
তাহলে মনে
রাখবেন কোন
এক সময়
সে নিজেকে
মুক্ত করে
আপনার বুকে
ফিরে আসবে।এজন্য
আপনার মুখের
এক টুকরো
হাসি দিয়ে আপনার
বুকের কষ্ট
গুলো ঢেকে
রাখুন যেন
কেউ বুঝতে
না পারে।দুঃখ
মানুষের ভাল
বন্ধু যতক্ষন
সাথে থাকে অনেক
শিক্ষা দেয়
আর যখন
ছেড়ে যায়
তখন অনেক
সুখ দিয়ে
যায় ।
ভালবাসা মৃত্যুকে বলে,
আমাকে সবাই
চাই আর
তোমাকে সবাই
অপছন্দ করে,মৃত্তু
হেসে বলে
তুমি একটি
ছলনা আর
আমি একটি
সত্য আর
সত্য মানুষ
পছন্দ করে
না ।
একটি বিস্বাস
গাছের মত
যা বড়
হতে অনেক
সময় লাগে
কিন্তু ভেংএ
যাওয়ার জন্য
একটি ঝড়ই
যথেষ্ঠ ।
মানুষের জীবনে
তিনটি জিনিষ
খুব এলোমেলো
– মন
, ব্রেন ও
ভাগ্য।
মন কিছু
চাই আর
ব্রেন সেটি
পাবার রাস্তা
খোজে কিন্তু হয় সেটাই
যা ভাগ্য
চাই। যদি আপনি
কাউকে কম
বিস্বাস করেন
তাহলে হইতো
তার খারাপ
লাগতে পারে
কিন্তু যদি
আপনি কাউকে অতিরিক্ত
বিস্বাস করেন তাহলে সে
আপনার খারাপ
করতে পারে। ভালবাসা
সব সময়
সরী বলতে
পছন্দ করে
কিন্তু অহংকার
সব সময়
সরী শুনতে
পছন্দ করে।কেউ
যখন আমার চোখে আঘাতের বালি
দিয়ে চলে গেল,
কিজানি তখন
থেকে আমি
সবকিছু আরও ভাল
দেখতে পাচ্ছি।জীবনে নিজেকে
এতটাই ব্যাস্ত
করে ফেলুন ,
যাতে মন
খারাপ করার
মত সময়ই
না থাকে।অবশেষে
বুঝতে পেরেছি
যে সুখের
সময় আপনার
সাথে যে থাকবে
সে আপনার
প্রিয়জন ,, আর
দুঃখের সময়
আপনার সাথে
যে থাকবে
সেই আপনার
আপন জন।
এমন কোন
মানুষের উপর
অত্যাচার করবেন
না , যার
কাছে ডাকার
মত আল্লাহ
ছাড়া আর
কেউ নেই।আমার
সেই মানুষকে
দরকার নেই
যে কেবল
নিজের সার্থের
জন্য আমার
সাথে থাকে
। আমি
বেশ খুশিতে
আছি আমার
খোদার সাথে
যিনি বিনা
সার্থে আমার
সাথে থাকে। প্রিয় পাঠক
, আমার এই
ছোট্ট জীবনের
বাস্তবতায় এটাই
বলতে পারি
,হে আল্লাহ
তুমি আমাকে
যা কিছু
দিয়েছ, যা
কিছু দাওনি
, আর যা
কিছু দিয়ে
ফিরিয়ে নিয়েছ
ঐ সব
কিছুর জন্য
তোমাকে ধন্যবাদ
। কারন
যা কিছু
আমায় দিয়েছ
সেটা তোমার
দয়া , যা
কিছু আমাই
দাওনি সেটা
আমার জন্য
ভাল , আর
যাকিছু আমায়
দিয়ে আবার
ফিরিয়ে নিয়েছ
সেটা
ছিল আমার
জন্য পরিক্ষা
।
প্রিয় পাঠক,
এতক্ষন সাথে
থাকার জন্য
আমি আইকন
মামুন আপনাদের
জানাই অসংখ্য
ধন্যবাদ।
0 Comments