আজকের ভিডিওটি
মনযোগের সাথে
দেখুন যাতে আমার
বলা কথাগুলো
আপনার মনকে
ছুয়ে যায়
। সৌন্দর্য দেখানোর
জন্য বাচবেন
না ,বরং
সুন্দর হওয়ার
জন্য বাচুন। যে
মাথা নত
করতে জানে ,সে
সমস্ত পৃথিবীকে মাথা
নত করার
ক্ষমতাও রাখে। যদি
সময় থাকতে
খারাপ অভ্যাসগুলো
পরিবর্তন না করেন
, তাহলে খারাপ
অভ্যাস গুলো
আপনার সময়কে
পরিবর্তন করে
দেবে।
কাউকে কষ্ট
দিয়ে স্রষ্টার
কাছে নিজের
জন্য খুশির
দোয়া করো
না, আর
যদি তুমি
কাউকে খুশি
দাও তাহলে
নিজের খুশির
জন্য চিন্তা করো না। যেকোন
জিনিষের মুল্য
সেটি পাওয়ার
আগে থাকে
আর মানুষের
মুল্য হারিয়ে
যাওয়ার পর
মনে হয়। সাথে
থেকে যে
বেঈমানী করে
তার মত
শত্রু হয়
না, আর
সামনে থেকে
যে ভুলগুলো
ধরিয়ে দেয়
তার মত
বন্ধু হয়
না । প্রদীপ মাটির
না
সোনার তাতে
কোন যায়
আসে না
, বরং সে
অন্ধকারে কতটুকু
আলো দেয়
সেটাই গুরুত্বপূর্ণ , ঠিক
একইভাবে বন্ধু
ধনি না
গরিব তাতে
কোন যায়
আসে না
,বরং আপনার
খারাপ সময়ে
সে কতটুকু
সাথে ছিল
সেটাই গুরুত্বপূর্ন প্রতিটি
সূর্যাস্ত আমাদের
একটি দিন
কম করে
দেয় কিন্তু
প্রতিটি সূর্যদয় আমাদের
আশাতে ভরা
একটি নতুন
দিন দেয়। তাই
সবসময় ভালকিছু
পাওয়ার আশা
করুন।আপনি আপনার
ভবিষ্যৎ পরিবর্তন করতে
পারবেন না । কিন্তু
আপনি আপনার
অভ্যাস পরিবর্তন করতে
পারবেন, আর
কতগুলো ভাল
অভ্যাস নিশ্চিন্তভাবে আপনার ভবিষ্যৎ
পরিবর্তন করে
দেবে।
পৃথীবিতে সবচেয়ে
ভাগ্যবান তো
সেই যার কাছে খাদ্যের
সাথে ক্ষুধা আছে,
বিছানার সাথে
ঘুম আছে,এবং
অর্থের সাথে
ধর্ম আছে
। মানুষের
অহংকারই তাকে
ধ্বংস করে
দেয়, কারন
যার মধ্যে
অহংকার থাকে
তার অন্য
কোন শত্রুর
দরকার নেই।আপনার
অনুমান ভুল
হতে পারে,কিন্তু
আপনার অভিজ্ঞতা
কখনই ভুল
হবে না।কারন
অনুমান আমাদের
কল্পনা আর
অভিজ্ঞতা আমাদের
জীবনের শিক্ষা। প্রিয় পাঠক জীবনের অভিজ্ঞতায় আপনার
জীবন চলার পথের একমাত্র অবিভাবক হতে পারে । সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ ।
0 Comments