Looking For Anything Specific?

ads header

জিতবেতো তারাই যারা নিজে কিছু করে দেখাবে ।

জিতবেতো  তারাই যারা নিজে কিছু করে দেখাব





  জিতবেতো  তারাই যারা নিজে কিছু করে দেখাব নিজের উপর বিশ্বাস রাখুন যেকোনো পরিস্থিতি আসুক না কেন আপনি জয়ি হবে ইনশাআল্লাহ জিতে যাওয়ার মজাটা তো তখন হবে যখন সবাই আপনার হেরে যাবার দৃশ্যটা দেখার জন্য অপেক্ষায় থাকবে একবার বাংলাদেশ হতে আইকন নামের এক ব্যক্তি মরুভূমিতে ঘুরতে গিয়ে  হারিয়ে যায় তার কাছে যা খাবার-দাবার ছিল তাও শেষ হয়ে যায় পানির বোতলে যতটুকু পানি ছিল তাও শেষ হয়ে যায় এরপর মিস্টার আইকন সেখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল কিছুতেই বুঝে উঠতে পারছিল না যে কি করবে কারণ সে কোনভাবেই রাস্তা খুঁজে পাচ্ছিল না এইভাবে ঘুরতে ঘুরতে অনেক দূরে তার চোখ গেল কিন্তু সে জানতো মরুভূমিতে মরীচিকা দেখা যায় তাই সে ভাবছিল যে এটা মরীচিকা হতে পারে তবুও বাছতে হবে এই ভেবে বুকে ভরসা নিয়ে এগিয়ে গেল  কাছেতে এসে দেখল একটি গাছের নিচে একটি কুড়েঘর তার মন আনন্দে নেচে উঠল এবং ভাবল দুর্দান্ত ব্যাপার এখানে নিশ্চয়ই কাউকে না কাউকে পেয়ে যাব   সে প্রথম থেকে ভাবছিল উপরওয়ালা যদি কোন সাহায্য করে এই ঘরে এসে কাউকে না কাউকে পেয়ে যাব, যে তাকে সাহায্য করবে এবং রাস্তা বলে দেবে অনেক কষ্ট করে ধীরে ধীরে সেখানে পৌঁছে দেখল সেখানে কেউ নেই চারিদিকে শুধুই নিস্তব্ধতার মাঝে একটি গাছ একটি কুঁড়েঘর দেখে মনে হচ্ছিল বহুদিন এখানে কেউ আসেনি সে ঘরের ভেতর গেল এবং দেখল সেখানে পানি তোলার জন্য একটি টিউবয়েল রাখা আছে আবার খুশি হলো ভাবলো এবার শেষ পর্যন্ত একটু পানি খেতে পাবো এবার টিউবওয়েল টি হতে পানি তোলার জন্য অনেক চেষ্টা করল কিন্তু বহুবার চেষ্টা করা সত্ত্বেও এক ফোটা পানি উঠাতে পারল না যার কারণে মিষটার আইকন অনেক হতাশ হয়ে গেল এরপর সেই গাছটির নিচে শুয়ে পরলো,  সে ভাবতে লাগল পানির তৃষ্ণায় তার জীবন নামক প্রাণ পাখি হারিয়ে যাবে কারণ তেষ্টায় ছাতি ফেটে যাচ্ছিল  হঠা গাছের উপরে সে দেখল সেখানে গাছের ডালে একটি পানির বোতল ঝোলানো আছে এরপর বোতলটি পেরে পানি খেতে যাবে এমন সময় দেখল বোতলের গায়ে  একটি কাগজ লাগানো আছে  তাতে লেখা আছে এটা খাবার জন্য নয়, এটা কল থেকে পানি তোলার জন্যএবং তাতে লেখা আছে এই পানি দিয়ে  টিউবওয়েল হতে পানি উঠানোর পর আপনার তৃষ্ণা নিবারণ করুন এবং বোতলটি তে পানি ভর্তি করে আবার নির্দিষ্ট জায়গায় রেখে দিন সে যেন এক আজব পরিস্থিতির সম্মুখীন হয়ে গেল  ভাবছিল কি করবে, একবার ভাবল সে পানি খেয়ে চুপচাপ চলে যাবে কারণ টিউবওয়েল দিয়ে যদি পানি না ওঠে তখন কি হবে  তবুও সে কাঁপতে কাঁপতে উপরওয়ালার নাম নিয়ে টিউবওয়েলের মধ্যে পানি ঢালতে ঢালতে পাম্প করতে থাকে কিছুক্ষন চেষ্টা করার পর অবশেষে পানি উঠল  সে আনন্দে নেচে উঠল এবার পেট ভরে পানি খেল এবং ভদ্রলোকটি পানির বোতল টিতে পানি ভর্তি করে আবার ওই গাছের ডালে বেঁধে দিল এরপর চলে যাবে এমন সময় আবার সে দেখল গাছের আরেক দিকে একটি পেন্সিলের টুকরো রাখা আছে এবং একটি কাগজের নকশা করা হয়েছে , এই কাগজের নকশা তে মরুভূমি থেকে বের হয়ে যাওয়ার রাস্তা বলে দেওয়া হয়েছে সে আবারও সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিল এবং কাগজের নকশা অনুযায়ী  রাস্তা ধরে এগিয়ে চলছিল কিন্তু কি মনে করে আবার ফিরে এলো এবার  বোতলটা সঙ্গে যে কাগজটা রাখা ছিল তাতে পেন্সি দিয়ে লিখে দিলো বিশ্বাস করুন এটা অবশ্যই কাজ করে এই গল্প থেকে আমরা এতটুকু শিক্ষা নিতে পারি যে জীবনের বাস্তবতায় মানুষের জীবনে কখনো কষ্টের উপর কষ্ট আবার কখনও দুুক্ষের উপর দুঃখ নেমে আসতে পারে এজন্য হতাশ না হয়ে আল্লাহ তাআলার উপর ভরসা করে চেষ্টা করে যাওয়া উচিত নিশ্চয় আমাদের স্রষ্টা আমাদেরকে সাহায্য করবেন স্রষ্টার উপর ভরসার পাশাপাশি আমাদের নিজেদের প্রতি আত্মবিশ্বাসী হতে হবে যেরকম ভাবে জনাব আইকন পানি তোলার জন্য বারবার চেষ্টা করেছে এবং সে সফল হয়েছে নিজের প্রতি আমরা যদি বিশ্বাস তৈরি করতে না পারি তাহলে আমরা কোন কাজে সফল হতে পারবো না বিশ্বাসী একমাত্র পারে পাথরের উপর ফুল ফোটাতে  সকলকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য


Post a Comment

0 Comments