Looking For Anything Specific?

ads header

সূর্যের মত আলো ছড়াতে হলে তোমাকে সুর্যের মত পুড়তে হবে।

সূর্যের মত আলো ছড়াতে হলে তোমাকে সুর্যের মত পুড়তে হবে 






আজকের মটিভেশনাল গল্পে আমরা এমন একজন মানুষের দেওয়া কিছু অমিও বাণী শুনব, যার কথা শুনে হাজারও মানুষ জীবনের পথ খুজে পেয়েছে তিনি আর কেও নয়, পি জে আব্দুল কালামমিসাইল ম্যান নামে খ্যাত এই মানুষটি ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্মশ্রী, পদ্মবিভূষন,এবং ভারতরত্ন পুরষ্কার লাভ করেছিলেনএছাড়াও তিনি একজন সাধারন পেপার বিক্রেতা থেকে ভারতের ১১-তম রাষ্ট্রপতির আসন অলংক্রিত করেছিলেন এই মহান মানুষটি আমাদের জীবনের সফলতার জন্য কিছু নির্দেশনা দিয়ে গেছেন , যদি আমরা এগুলো অনুসরন করতে পারি  তাহলে হয়তো  আমরাও জীবনে সফলতার চিন্হ রেখে যেতে পারবতিনি বলতেন-

তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না , কিন্তু তোমার অভ্যাস পরিবর্তন করতে পারবে আর অভ্যাসই তোমার ভবিষ্যৎ পরিবর্তন করে দেবে

যে মানুষেরা তোমাকে বলবে তুমি পারবে না তারাই সেই মানুষগুলি  যারা ভয় পায় যে তুমি পারবে

সূর্যের মত আলো ছড়াতে হলে তোমাকে সুর্যের মত পুড়তে হবে

একটি বই একশটিবন্ধুর সমান আবার একজন ভাল বন্ধু একটি লাইব্রেরীর সমান

কাউকে হারিয়ে দেওয়া খুব সহজ কিন্দু কঠিন হলো কারোর মন জয় করা

আমি সুদর্শন নই কিন্দু আমি আমার হাত তার জন্য বাড়িয়ে দিতে পারি যার সাহায্যের প্রয়োজন

সৌন্দর্য থাকে মানষের মনে , মুখে নই

যদি তুমি ফেইল কর তাহলে হাল  ছেড়ে দিয়ো না কারন ফেইল কথাটির আরেকটি অর্থ হলো first attend in learning বা শিক্ষার প্রথম ধাপ

আমাদের হাল ছেড়ে দেওয়া উচিৎ নয় এবং সমস্যাগুলোকে প্রশ্রয় দেওয়া উচিৎ নয় যেগুলি আমাদের পরাজয়ের কারন হয়ে দাড়ায়

জীবন এবং সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক  কারন জীবন শেখায় সময়কে সঠিক ব্যাবহার করতে এবং সময় শেখায় জীবনের মুল্য দিতে

আত্মবিস্বাস এবং কঠোর পরিশ্রম হলো সবচেয়ে বড় ঔষধ  যা ব্যার্থতাকেও হার মানাতে পারেএছাড়াও জীবনে সফলতা এনে দিতে পারে

যে অন্যকে জানে সে শিক্ষিত আর জ্ঞানি হলো সেই ব্যাক্তি যে নিজেকে জানে জ্ঞান ছাড়া শিক্ষা কোন কাজে আসে না

তুমি যদি তোমার কাজকে ছেলুট কর তাহলে দেখ তোমায় আর কাউকে ছেলুট করতে হবে না তুমি যদি তোমার কাজকে অবহেলা কর তাহলে সবাইকে তোমায় ছ্যলুট করতে হবে

সপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে দেখে , বরং সপ্ন হলো সেটাই যেটা পুরনের প্রত্যাশা তোমাকে ঘুমাতে দেয় না

 

প্রিয় পাঠক উপরের কথাগুলো আমাদের জীবনের সকল ক্খেদ্রে বাস্তবায়ন করার চেষ্টা করবআমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ

 



Post a Comment

0 Comments