Looking For Anything Specific?

ads header

আব্রাহাম লিংকনের ঐতিহাসিক চিঠি

আব্রাহাম লিংকনের ঐতিহাসিক চিঠি 



আজ আমি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের ছেলের প্রধান শিক্ষকের কাছে লেখা একটি ঐতিহাসিক চিঠি নিয়ে কথা বলব যা প্রত্যেকটি মানুষের জন্য আদর্শ হয়ে থাকবে আব্রাহাম লিংকন তার ছেলের প্রধান শিক্ষকের কাছে চিঠি লিখে যা বলেছিলেন

মানমীয় শিক্ষক মহোদয় ,আমার পুত্রকে জ্ঞান অর্জনের জন্য আপনার নিকট প্রেরন করলাম , তাকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবেনএটাই আপনার কাছে আমার বিশেষ দাবিআমার পুত্রকে অবশ্যই শেখাবেন সব মানুষ ন্যায়পরায়ন নয় আবার সব মানষই সত্যনিষ্ঠ নয়,অনুগ্রহ করে তাকে এও শেখাবেন প্রত্যেক বদমাইসের মাঝেও একজন বীর থাকতে পারে প্রত্যেক সার্থপর রাজনৈতিকের মাঝেও একজন নিঃস্বার্থ নেতা থাকতে পারে অনুগ্রহ করে তাকে এও শেখাবেন পাচটি ডলার কুড়িয়ে পাওয়ার চেয়ে একটি উপার্জিত ডলার অধিক মুল্যবানতাকে এও শেখাবেন কিভাবে পরাজয়কে মেনে নিতে হয়এবং কিভাবে বিজয় উল্লাস উপভোগ করতে হয় হিংসা থেকে দুরে থাকার শিক্ষাও তাকে দিবেন , যদি পারেন নিরব হাসির গোপন সৌন্দর্য তাকে শেখাবেনসে যেন আগেভাগেই বুঝতে পারে যারা পীড়নকারি তাদেরই সহজে কাবু করা যায় বইয়ের মাঝে কি রহস্য আছে তাও তাকে শেখাবেন আমার পুত্রকে শেখাবেন বিদ্যালয়ে নকল করার চেয়ে অকৃতকার্য হওয়া  অনেক বেশি সম্মানজনকতাকে আরও শেখাবেন ভদ্রলোকের প্রতি ভদ্র আচরন করতে ,কঠোরদের প্রতি কঠোর হতেআমার পুত্র যেন শিক্ষা  পায় হুজকে মাতাল জনতার পদাঙ্ক অনসরন না করেসে যেন সবার কথা শোনে এবং তা সত্যের পর্দায় ছেকে যেন ভালটাই শুধু গ্রহন করেসে যেন শেখে দুঃখের মাঝে কিভাবে হাসতে হয়আবার কান্নার মাঝে  লজ্জা নেই কথা তাকে বুঝতে শেখাবেনযারা নির্দয় মির্মম তাদের সে যেন ঘৃণা করতে শেখে আর অতিরিক্ত আরাম আয়েশ থেকে সাবধান থাকেঅনুগ্রহ করে আমার পুত্রের প্রতি সদয় আচরণ করবেন কিন্তু সোহাগ করবেন নাকেননা আগুনে পুড়ে ঈস্পাত খাটি হয়,আমার সন্তানের যেন অধৈর্য হওয়ার সাহস না থাকে ,থাকে যেন সাহসী হওয়ার ধৈর্যতাকে এও শেখাবেন নিজের প্রতি তার যেন সুমহান আস্হা থাকে আর তখনই তার সুমহান আস্হা থাকবে মানব জাতির প্রতিইতি,আপনারই বিশ্বস্ত আব্রাহাম লিংকন

 


Post a Comment

0 Comments